নিজস্ব প্রতিবেদক।।রোয়াংছড়ি।।
বান্দরবানের রোয়াংছড়িতে বাংলাদেশ সেনাবাহিনী ও রোযাংছড়ি সাব জোনের কমান্ডার মেজর এম এম ইয়াসিন আজিজ নেতৃত্বে ফুটবল খেলয়ার রোয়াংছড়ি যুব ফোরাম একাদশ ফুটবল টিমকে ক্রীড়া সামগ্রী জার্সি ও ফুটবল বিতরণ করেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে ক্রীড়া সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন ক্যাম্পে ওয়ারেন্ট অফিসার মো. আলঙ্গীর, রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা।
এসময় ঢাকায় ইউডা ইউনিভার্সিটি শিক্ষার্থী ও যুব ফোরাম একাদশ ফুটবল টিমের ম্যানেজার অংহ্লাচিং মারমা উচ্ছ্বসিত হয়ে বলেন, বান্দরবান সদর উপজেলা ১নং রাজবিলা ইউনিয়নের ফুটবল টুর্ণামেন্ট চলছে। সেখানে আমরা রোয়াংছড়ি থেকে টুর্ণামেন্টের অংশগ্রহণের জন্য টিম দিয়েছি। তবে টিম দিলেও আমাদের দলে কোন জার্সি ছিল না। তাই মেজর স্যারকে বিষয়টি জানালে স্যারের পক্ষ থেকে ফুটবল, একজোড়া কিপ গ্লাবস ও ব্রিগেট লোগোকৃত জার্সি দিয়েছেন। কোন দরখন্ত ব্যতীত মুখিক বলার সাথে সাথে ব্যবস্থা করেছেন। এসব ত্রীড়া সামগ্রী পেয়ে আমরা সবাই আনন্দিত ও উচ্ছ্বসিত। তাই মেজর স্যারসহ বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com