।। নিজস্ব প্রতিনিধি।।
মিয়ানমার সীমান্তের ওপারে নাফনদী সংলগ্ন লালচরে ফল পাড়তে গিয়ে (আনার গোলা) মাইন বিস্ফোরণে বাংলাদেশি এক যুবক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে টেকনাফের হোয়াইক্যং পয়েন্টের ওপারে মিয়ানমারের সীমান্তের নাফনদীর সংলগ্ন লালচরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।
আহত ওমর ফারুক (১৮) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ড উত্তর পাড়ার মো. ইলিয়াসের ছেলে।
চেয়ারম্যান বলেন, স্থানীয়দের মাধ্যমে জেনেছি মঙ্গলবার সকাল ১০টার দিকে অবৈধ ভাবে টেকনাফের হোয়াইক্যং সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে নাফনদী সংলগ্ন লালচরে এক ধরণের ফল (লোকাল ভাষায় আনার গোলা বলে পরিচিত) আনতে যায় হোয়াইক্যং উত্তরপাড়া গ্রামের ওমর ফারুক। মিয়ানমার সীমান্তে লালচরে প্রবেশ করা মাত্র সেখানে পুতে রাখা মাইন বিস্ফোরণে তার ডান পায়ে গুরুতর আহত হয়েছেন।
চেয়ারম্যান আরও বলেন, বিষয়টি ভিকটিমের পরিবারের সদস্যরা জানলে সেখান থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা নিচ্ছেন বলে জেনেছি।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com