ডেক্স রিপোর্ট :
আজ ৮ নভেম্বর ২০২৫, শনিবার সকালে, বম স্টুডেন্টস’ এসোসিয়েশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি লালরিথাং বম ও সাধারণ সম্পাদক রবেন বম এক যৌথ বিবৃতিতে ভিত্তিহীন ও রাজনৈতিকভাবে প্ররোচিত সংবাদের বিরুদ্ধে বম স্টুডেন্টস’ এসোসিয়েশনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ২০২৫ সালের ৪ ও ৬ নভেম্বর তারিখে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে “সন্ত্রাসী সংগঠনকে অর্থায়নের অভিযোগ” শিরোনামে জেলা পরিষদ সদস্য জনাব লাল জারলম বম-এর বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ অসত্য, বিকৃত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত একটি অপপ্রচার।
জনাব লাল জারলম বম একজন নির্বাচিত জনপ্রতিনিধি, খ্রিস্টান ধর্ম যাজক, সমাজসেবক এবং বম সমাজের একজন সম্মানিত ব্যাক্তি। তিনি দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলে শিক্ষা, উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে আসছেন। তাঁর সততা, নেতৃত্বগুণ ও জনগণের প্রতি দায়বদ্ধতা সর্বমহলে স্বীকৃত।

এমন একজন ব্যক্তিত্বের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ প্রচার করা শুধু তাঁর ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা নয়, বরং সমগ্র বম সমাজ ও খ্রিস্টান সম্প্রদায়ের ভাবমূর্তি কলঙ্কিত করার অপচেষ্টা।
যার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সংবাদ প্রকাশ করা হয়েছে, তিনি বর্তমানে বম সমাজে শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়ন কার্যক্রমে সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছেন। যেসব সংবাদে তাকে সন্ত্রাসী সংগঠনকে অর্থায়নের সাথে যুক্ত করা হয়েছিল, তা ছিল অসত্য ও প্রমাণবিহীন। বাস্তবে, তিনি বম সমাজে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রক্রিয়ার অংশ। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সরাসরি বম সম্প্রদায়ের শান্তি প্রক্রিয়াকে নষ্ট করতে চাই।
বিবৃতিতে নেতৃদ্বয় আরো বলেন, সংবাদে Presbyterian Church in Bangladesh সম্পর্কিত বিদেশি অনুদান বিষয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা পুরোপুরি বিকৃত ও বিভ্রান্তিকর। চার্চের ব্যবস্থাপনা ও ব্যয়ের প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, নীতিনির্ভর ও নিয়মিতভাবে অডিটকৃত। চার্চের কর্মকাণ্ড সবসময় মানবকল্যাণ, শিক্ষা ও সমাজে উন্নয়নের উদ্দেশ্যে পরিচালিত, যার সঙ্গে কোনো ধরনের ব্যক্তিগত স্বার্থ বা অনিয়মের স্থান নেই।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই মিথ্যা সংবাদটি একটি পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ, যার মাধ্যমে কিছু স্বার্থান্বেষী মহল বম সমাজ ও খ্রিস্টান সম্প্রদায়ের ঐক্য ও মর্যাদা নষ্ট করার চেষ্টা করছে। আমরা এ ধরনের অপপ্রচারের মাধ্যমে সম্প্রদায় ও সমাজে বিভাজন সৃষ্টির যে প্রয়াস নেওয়া হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
একইসঙ্গে, ভবিষ্যতে এ ধরনের ভিত্তিহীন ও বিভাজনমূলক প্রচারণা রোধে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বম স্টুডেন্ট এসোসিয়েশন।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com