মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ ( ২৭ বিজিবি) মারিশ্যা জোন কর্তৃক ছাত্র/ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে মারিশ্যা জোন দায়িত্বপূর্ণ এলাকায় বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের মাঝে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
শিক্ষা সামগ্রী বিতরণে মারিশ্যা জোন কমান্ডার এর দিক নির্দেশনায় (২৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় মারিশ্যা জোন কমান্ডার বলেন মারিশ্যা জোনের নিরাপত্তার পাশাপাশি স্থানীয় জনগণের পাশে থেকে মারিশ্যা জোন (২৭ বিজিবি) জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং পর্যায়ক্রমে জোনের দায়িত্বপূর্ণ এলাকার অন্যান্য বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ প্রকাশ করেন।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com