অংগ্য মারমা।।মানিকছড়ি।।
খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলায় হাসপাতলে ইফতার সামগ্রী বিতরণ করেছেন উপজেলা বিএনপি।
মঙ্গলবার (২৫মার্চ) সন্ধ্যায় খাগড়াছড়ি জেলার বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এবং সাবেক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে চেয়ারম্যান ওয়াদুদু ভূইয়ার পক্ষে হয়ে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মোঃ মীর হোসেন, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মাষ্টারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনে নেতৃবৃন্দ মানিকছড়ি হাসপাতালে রোগী এবং তাদের আত্বীয়স্বজন ও কর্মরত স্টাফদের মাঝে ইফতার সামগ্রী তুলে দেন।
এ সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি আরব আলী চেয়ারম্যান, যুগ্ম সম্পাদক আবুল কাশেম চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com