
অংগ্য মারমা, মানিকছড়ি:
খাগড়াছড়ি জেলা মানিকছড়ি উপজেলায় সন্তান মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন চেয়ারম্যান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য কুমার সুইচিংপ্রু সাইন। তিনি সমাজের অসহায় ও এতিম শিশুদের সাথে আনন্দ সহভাগিতা করেছেন। বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন উদ্যোগে খাগড়াছড়ি শহরে ইসলামপুর দারুল আইতাম এতিমখানার শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। এতে এতিম শিশুদের মুখে ফুটে উঠে এক অনাবিল আনন্দ।
বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর) দুপুর ১ টায় দিকে খাগড়াছড়ি শহরে ইসলামপুর দারুল আইতাম এতিমখানা সেখানে শিক্ষার্থীদের হাতে খাবার তুলে দেন তিনি। এতিমখানা শিশুদের সাথে আন্তরিকভাবে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
এতিম শিশুদের খাবার বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকছড়ি বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইন বাহাদুর চেয়ারম্যান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য কুমার সুইচিংপ্রু সাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সম্মানিত সদস্য অ্যাডভোকেট মনজিলা ঝুমা, ইসলামপুর দারুল আইতাম এতিমখানায় সুপার আবু ইউসুফ, কার্যকরী কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ নজরুল ইসলাম, মানিকছড়ি কর্ণৈল বাগান ব্যবস্থাপক বাদল কান্তি সেন প্রমূখ।
প্রধান অতিথি কুমার সুইচিংপ্রু সাইন বলেন, সমাজের অবহেলিত এতিম শিশুদের জন্য কাজ করার মধ্যে যে শান্তি আছে, তা আর কোনো কিছুর সাথে তুলনায় করা যায় না। বিশেষ করে এতিম শিশুদের মুখে হাসি ফোঁটাতে পারা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। এতিম শিশুদের পাশে দাঁড়ানো নিঃসন্দেহে একটি মহৎ কাজ বলে ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com