অংগ্য মারমা।।মানিকছড়ি।।
চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের মানিকছড়ি ময়ূরখীল কলেজিয়েট উচ্চ বিদ্যালয় সংলগ্ন খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা খালি পিকআপ ভ্যান গাড়ি (চট্ট-মেট্টো ন ১১-৬৯০৯) ধাক্কা বাক-প্রতিবন্ধি একজন নিহত হয়েছেন।
রবিবার রাত সাড়ের ৯ টায় দিকে মানিকছড়ি কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে সংলগ্ন ব্রীজের পাশেই এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির হলেন, বাটনাতলী ইউনিয়নের মরাডলু ৩নং ওয়ার্ডে মৃত অংক্যহ্লা মগ ও মাতা আপ্রু মগিনী চতুর্থ সন্তান বাক-প্রতিবন্ধি চাইহ্লাপ্রু মগ (৩৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পিকআপভ্যান খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা দ্রুতগতিতে বিপরীত দিক দিয়ে রাস্তার পাশ দিয়ে বাড়িতে ফেরার সময় মাথা সজোরে ধাক্কা দেয় পিকআপ ভ্যানটি। তিনি ঘটনাস্থলে মাথা প্রচন্ড আঘাত পেয়ে মারা গেছেন ।
নিহতের ভাই চাইথোয়াই মগ বলেন, তারা ৫ ভাই ২ বোনে মধ্যে নিহত চাইহ্লাপ্রু বাক- প্রতিবন্ধি চতুর্থ । সেই উপজেলা বাজারে দোকানে ও বিভিন্ন লোকজন থেকে ভিক্ষা করতেন। আজও বাজার থেকে ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে।
মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান রুবেল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে পুলিশ। পিকআপ ভ্যানে গাড়ি চালককে গ্রেপ্তার করা হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com