সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ।।আলীকদম।।
মাতামুহুরী নদীর মৎস্য সম্পদ রক্ষায় উপজেলা মৎস্য দপ্তর, আলীকদমের উদ্যোগে বিশেষ সংরক্ষণ অভিযান পরিচালিত হয়েছে। বান্দরবান জেলা মৎস্য অফিসার অভিজিৎ শীল এর দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।
আজ চৈক্ষ্যং ইউনিয়নের শিবাতলী এলাকায় নদীতে নিষিদ্ধ জাল (জগৎ বেড় জাল/বেড় জাল) দিয়ে মা মাছ ও ছোট পোনা মাছ আহরণ করা হচ্ছিল।
অভিযানের সময় আনুমানিক ১০০ মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার, আলীকদম, বান্দরবান আব্দুল্লাহ আল মুমিনের মোবাইল কোর্টের মাধ্যমে জব্দকৃত জাল আইন অনুযায়ী নিষ্পত্তি করা হয়।
অভিযান পরিচালনায় আলীকদম থানার সদ্য নিয়োগপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর ইয়ামিন আইনগত সহায়তা প্রদান করেন। এছাড়া স্থানীয় চৈক্ষ্যং ইউনিয়নের মৎস্যজীবী গ্রুপ তথ্য দিয়ে অভিযান সফল করতে সহযোগিতা করেছেন, যার জন্য তাদের ধন্যবাদ জানানো হয়।
উপজেলা মৎস্য দপ্তর, আলীকদম জানিয়েছে, মাতামুহুরী নদীর মাছ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে— নদীর মাছ রক্ষায় সচেতন ভূমিকা রাখার জন্য এবং অবৈধ মৎস্য আহরণের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com