মাটিরাঙ্গা প্রতিনিধি।।খাগড়াছড়ি।।
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় মদসহ উগ্যজাই মারমা (২৯) নামে একজনকে আটক করেছে পুলিশ। সে মাটিরাঙ্গা মাস্টারপাড়া এলাকার আরে মারমার ছেলে।
আজ মঙ্গলবার ২০ ফেব্রুয়ারি রাতে মাটিরাঙ্গা পৌর এলাকা হতে তাকে গ্রেফতার কর্ হয়। মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংকাদের ভিত্তিতে মাটিরাঙ্গা মাস্টারপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উগ্যজাই মারমাকে ২৪ বোতল ভারতীয় মদ সহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিধি মোতাবেক বিজ্ঞ আদলতে প্রেরণ করা হয়েছে। যেকোনো অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে জানান তিনি।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
ফোন:০১৬৭৭১৪২৯৪৫,০১৫৫৩১২২৩৮৮। ইমেইল : rumabarta23@gmail.com