

মহালছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়িতে মহালছড়ি জোনের উদ্যোগে ক্যাংগালছড়িতে গভীর নলকূপ এবং বিশুদ্ধ পানির পয়েন্ট স্থাপন করা হয়েছে।
২৩ ডিসেম্বর (সোমবার) কেংগালছড়ি এলাকায় মহালছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল শাহ্রিয়ার সাফকাত ভূইয়া, পিএসসি নলকূপ স্থাপন ও বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন করেন।
এসময় স্থানীয় জনগণের বিশুদ্ধ পানির চাহিদা পূরণের উদ্দেশ্যে কেংগালছড়ি এলাকায় একটি গভীর নলকূপ এবং বিশুদ্ধ পানির পয়েন্ট স্থাপন করা হয়। এই উদ্যোগটি মহালছড়ি জোনের ঐকান্তিক প্রচেষ্টা এবং নানিয়ারচর উপজেলা পরিষদের পূর্ণসহযোগিতায় বাস্তবায়ন করা হয়।
মহালছড়ি জোনের এমন জনকল্যাণমূলক উদ্যোগে স্থানীয়রা তাদের কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশ করেছেন। এই গভীর নলকূপের মাধ্যমে এলাকার বিশুদ্ধ পানির চাহিদা পূরণ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন জোন কর্মকর্তা।
এসময় ওয়ার্ড মেম্বারগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com