উপজেলা প্রতিনিধি।।মহালছড়ি।।
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা প্রেস ক্লাবের ১০ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।
১৫ জানুয়ারি (বুধবার) সন্ধ্যা ৭ টার দিকে মহালছড়িতে মহালছড়ি উপজেলা প্রেস ক্লাবের আহবায়ক কমিটি'র আয়োজনে কমিটির আহবায়ক মিল্টন চাকমা কলিন এর সভাপতিত্বে ও সদস্য সচিব ছানোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত এক সাধারণ সভায় উপস্থিত সবার মতামতের ভিত্তিতে প্রেস ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
দৈনিক খবর পত্র ও আলোকিত পাহাড় পত্রিকার মহালছড়ি উপজেলা প্রতিনিধি প্রবীন সাংবাদিক দীপক সেনকে সভাপতি ও দৈনিক সকালের সময় পত্রিকার মহালছড়ি উপজেলা প্রতিনিধি ছানোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে দৈনিক আজকের পত্রিকা মহালছড়ি প্রতিনিধি মিল্টন চাকমা, যুগ্ম সম্পাদক পদে দৈনিক ভোরের কাগজ ও অনলাইন পোর্টাল Rumabarta পত্রিকার মহালছড়ি প্রতিনিধি মিল্টন চাকমা কলিন, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার মহালছড়ি প্রতিনিধি মো: শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে দৈনিক শিরোনাম পত্রিকার মহালছড়ি প্রতিনিধি উত্তম চাকমা, নির্বাহী সদস্য পদে মো: কাউসারুল ইসলাম, সদস্য পদে ভগদত্ত চাকমা, মো: সাইদুর রহমান ও সাবাই মারমা। কার্যকরী কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।
কমিটি ঘোষণার সময় আরো উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, মহালছড়ি কাঠ ব্যবসায়ী বহুমুখী সমিতির আহবায়ক কমিটির সদস্য মো: জাহাঙ্গীর আলম, সদস্য হেলাল উদ্দিন ও বিপুল চৌধুরী। সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা বিএনপি সভাপতি আনোয়ার হোসেন প্রেস ক্লাবের নতুন নেতৃবৃন্দের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামুলক বক্তব্য প্রদান ও সবাইকে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করার আহবান জানান।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com