

মহালছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির মহালছড়িতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মহালছড়ি উপজেলা শাখার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
২৬ জানুয়ারি (রবিবার) সকাল ১০ টার দিকে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শীতে বিপর্যস্ত অসহায়, হতদরিদ্র, বৃদ্ধ, বিধবা, প্রতিবন্ধী, বিপদাপন্ন জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা ও মহালছড়ি উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শাহীনা আক্তার।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন যুব রেডক্রিসেন্ট মহালছড়ি দলের দলনেতা মোঃ সাকিব হোসেন সোহাগ ও আইটি এন্ড মিডিয়া চিফ সানজীদ সাকিল সিনিয়র যুব সদস্য মোঃ হাবিব মিয়া, মোঃ মনির হোসেন, মোহাম্মদ নবাব, আরিফুল ইসলাম আরিফ, নাদীয়া সুলতানা ঈশীতা, জান্নাতুল মৌ, মো: ইয়াছিন প্রমূখ এবং যুব রেড ক্রিসেন্ট মহালছড়ি উপজেলা দলের সকল স্বেচ্ছাসেবকবৃন্দরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি জেলা ইউনিটের মাধ্যমে পাইলট প্রোগ্রামেটিক পাটর্নারসিপ (পিপিপি) প্রজেক্টের আওতায় মহালছড়ির ৫০ টি শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com