মহালছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির মহালছড়িতে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে মহালছড়ি থানা পুলিশ।
গত ১০ ফেব্রুয়ারী (সোমবার) রাতে উপজেলার মাইসছড়ি বাজার ও লেমুছড়ি শান্তিপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানান, মহালছড়ি থানার এএসআই মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল পৃথক অভিযান পরিচালনা করে মাইসছড়ি ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি মোঃ মালেক(৬০) ও মাইসছড়ি ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সম্পাদক মোঃ ফজর আলী(৪৫)কে আটক করে।
আটককৃত মোঃ আব্দুল মালেক মাইসছড়ির আবেদ আলী টিলার মৃত আবেদ আলীর ছেলে ও মোঃ ফজর আলী লেমুছড়ি শান্তিপুর গ্রামের মৃত হাসেম আলীর ছেলে।
এবিষয়ে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, উপজেলার মাইসছড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com