মিল্টন চাকমা(কলিন), মহালছড়ি।।
খাগড়াছড়ির মহালছড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা সহ-সভাপতি অভি দে (৩০) কে আটক করেছে মহালছড়ি থানা পুলিশ।
৯ ফেব্রুয়ারী (রবিবার) বিকালে মহালছড়ি থানার পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে উপজেলার ২৪ মাইল এলাকা থেকে তাকে আটক করে।
আটককৃত- অভি দে মহালছড়ি টিলা পাড়ার মৃত সূধীর দের ছেলে এবং মহালছড়ি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি।
এ বিষয়ে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com