

।।থানচি প্রতিনিধি।।
বান্দরবানে থানচিতে মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায পালিত হয়েছে।
সোমবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে একত্রিশ বার তোপধ্বনি শেষের প্রথমে উপজেলা প্রশাসন, পুলিশ, প্রেসক্লাব, বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিএনপি ও অন্যান্য ব্যক্তিবর্গ কর্তৃক পুস্পস্তবক অর্পণ করার মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
সকাল ৭:৩০ টায় উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসান চৌধুরী জাতীয় পতাকা উত্তোলন করার মাধ্যমে গণঅভ্যুত্থানের নতুন বাংলাদেশ বিনির্মাণের মহান বিজয় দিবস উদযাপনের আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়।
এসময় পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের অংশগ্রহণে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করা হয়। মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
কর্মসূচির আওতায় উপজেলা অডিটরিয়াম কাম-মাল্টিপারপাস হল প্রাঙ্গণে চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের আয়োজনে উদ্বোধন শেষে দিনব্যাপী বিজয় মেলা অনুষ্ঠিত হয়।
বিজয় মেলায় এনজিও হিউমেনিটারিয়ান ফাউন্ডেশন, বিএনকেএস, এনডিপি, কারিতাস ও স্থানীয় মহিলা উদ্যোক্তা অংশগ্রহণ করেন। এরপরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানজনক সংবর্ধনা জানানো হয়।
পরে স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোরঞ্জক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com