ডেক্স রিপোর্ট।।
প্রতি সপ্তাহে বৃহস্পতিবার হলে শিক্ষার্থীরা স্কুলে আসে না। কারন বৃহস্পতিবার হলে সকাল ১১টা থেকে বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হয় তাই ছাত্র-ছাত্রীরা স্কুলে আসতে চাই না বলে সাংবাদিকদের সাথে মুঠোফোনে আলাপ করার সময় নুনথিয়ার হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উসাইমং মারমা নামে এক সহকারী শিক্ষক একথা বলেন। তিনি আরো বলেন, জাতীয় পতাকা উত্তোলনের ক্ষেত্রেও শিক্ষার্থীরা স্কুলে না আসলে পতাকা উত্তোলন করে রাখাও সম্ভব না।
গত ১৪ই আগস্ট রোজ বৃহস্পতিবার সকালে বান্দরবানের রুমা উপজেলা ৩নং রেমাক্রী প্রাংসা ইউনিয়নের সুনসং পাড়ায় গেলে নুনথিয়ার হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানা গাফিলতি ও অনিয়মে দৃশ্য সরেজমিনে গিয়ে দেখা মিলেছে। বিদ্যালয়ে পাঠদানে করার মতো কোন পরিবেশ নাই, চারদিকে জঙ্গল, স্কুল মাঠে নেই কোন পরিষ্কার ও পরিচ্ছন্নতা। খোলার দিনেও বিদ্যালয় বন্ধ ছিল, নেই কোন পতাকা উত্তোলন।
এলাকার স্থানীয় অভিভাবক ও পাড়ার প্রধান সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার হলে সকাল এগারোটা আগে শ্রেণি কক্ষে পাঠদান না করে বিদ্যালয় ত্যাগ করেন বান্দরবান বালাঘাটা থেকে এক সহকারী শিক্ষক উসাইমং মারমা। ঐদিনে (বৃহস্পতিবার) ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকও বিদ্যালয়ে আসেননি। গত ১বছর ধরে কেএনএফ'র তাৎপরতার কারনে শিক্ষকেরা স্কুলে আসতে সমস্যা সম্মুখীন হয়ে অকেজো হয়ে গেছিল। তবে এই কয়েকমাস ধরে বিদ্যালয় খুললেও ঠিক মতো বিদ্যালয়ে উপস্থিত থাকেন না স্কুলে দায়িত্বরত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চংরাও ম্রো ও সহকারী শিক্ষক উসাইমং মারমা। রুমা বাজার থেকে সুনসং পাড়া যাওয়ার রাস্তা অনেক ভালো তাও শিক্ষকেরা স্কুল না আসলে কি আর করব।
তারা আরো বলেন, প্রতি বছরের যে স্লিপের টাকা আসে সেটাও কোন বাস্তবায়ন করতে দেখেনি। মাঝে মাঝে স্কুল সংস্কারের জন্য বরাদ্দ আসে শুনলাম তাও কোন উন্নয়ন নাই শিক্ষা প্রতিষ্ঠানটি।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চংরাও ম্রো বলেন, বৃহস্পতিবারে ক্লাস শেষ করার পরে বিদ্যালয় থেকে ত্যাগ করার জন্য বলেছিলাম, কিন্তু তিনি (উসাইমং) ক্লাস না করে চলে আসছে।
জানা গেছে, বিদ্যালয়ের শিক্ষকদের নিয়মিত উপস্থিত থাকার জন্যও কয়েকবার বলা হয়েছে সুনসং পাড়ার আর্মি ক্যাম্প থেকেও, তবে ঐ শিক্ষকেরা কোনকিছুকে তোয়াক্কা না করে তাদের ইচ্ছা মতো বিদ্যালয়ে আসে আর যাই।
দায়িত্বরত শিক্ষকদের দাবি ও অভিযোগ, নুনথিয়ার হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট, আরো ২জন মতো শিক্ষক দরকার। বিদ্যালয় দুর্গম এলাকা হওয়াতে বিদ্যালয়ে যেতে ২-৩হাজার মতো খরচ চলে যায়। তাই নিয়মিত থাকতে সমস্যা হচ্ছে।
প্রাথমিক শিক্ষা অফিসার আশীষ চিরান এ-র সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও কোন সংযোগ পাওয়া যায়নি।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com