
সুজন কুমার তঞ্চঙ্গ্যা,বিলাইছড়ি:
বিলাইছড়ি থানার উদ্যোগে পার্বত্য চট্টগ্রামে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নারী ও মেয়েদের ক্ষমতায়ন এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিকটিম সাপোর্ট সেন্টারে পরিসেবা বিষয়ক ৮০ জন শিক্ষার্থীদের মাঝে প্রশিক্ষণ বা সচেতনতামূলক ধারণা দেওয়া হয়।
রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০:০০ টায় Ecosystem restoration and Resilient Development in CHT( ERRD-CHT) এর সহায়তায় এবং বাংলাদেশ পুলিশ বিলাইছড়ি থানার আয়োজনে, উপজেলা প্রশাসনের সহযোগিতায়, উপজেলা মিলনায়তনে এই সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন বিলাইছড়ি থানা অফিসার ইনচার্জ মানস বড়ুয়া,থানা এসআই ( নিঃ) মোঃ শরীফুল ইসলামসহ থানার অন্য্যন্য সদস্য ও বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মূলতঃ পার্বত্য চট্টগ্রামে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নারী ও মেয়েদের ক্ষমতায়ন করে তাদের সামাজিক অর্থনৈতিক ও ব্যক্তিগতভাবে শক্তিশালী ও ক্ষমতা প্রাপ্ত করে তোলা। এছাড়াও লিঙ্গ ভিত্তিক সহিংসতা রোধ,সমতা এবং লিঙ্গ- সচেতন পরিমার্জন বা লিঙ্গে সংবেদনশীল পরিমার্জন বিষয়ক শিক্ষার্থীদের মাঝে দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com