সুজন কুমার তঞ্চঙ্গ্যা।।বিলাইছড়ি।।
বিলাইছড়িতে শান্তি সম্প্রীতি উন্নয়নে জনসাধারণের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী বিলাইছড়ি জোন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় সেনা জোনের আয়োজনে বিলাইছড়ি জোন অবিনশ্বর ৩২ বীর কর্তৃক জোন সদরে এই মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। এ সময় জোন কমান্ডার এর পক্ষে জনসাধারণের মাঝে এই অর্থ সহায়তা তুলে দেন ক্যাপ্টেন মো: মুশফিকুর রহমান (আর,এম,ও) ও ক্যাপ্টেন ইনান বিন নজমুল (এ্যাডজুটেন্ট)।
বিলাইছড়ি উপজেলার ২২ জন ছাত্র-ছাত্রীকে জনপ্রতি ২ হাজার করে মোট ৪৪ হাজার টাকা এবং ৫ জন রোগীকে চিকিৎসার জন্য জনপ্রতি ৫ হাজার করে মোট ২৫ হাজার টাকাসহ সর্বমোট ৬৯ হাজার টাকা প্রদান করা হয়েছে।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com