।।সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি।।।
৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন (২য় পর্যায়) রাঙামাটির বিলাইছড়িতে ২য় বারের মতো ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান পদে বীরোত্তম তঞ্চঙ্গ্যা,।
নতুন মূখ পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বঙ্কিম চন্দ্র তঞ্চঙ্গ্যা এবং নারী ভাইস চেয়ারম্যান পদে সুদীপ্তা তঞ্চঙ্গ্যা নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, দোয়াত কলম প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত বীরোত্তম তঞ্চঙ্গ্যা'র ত প্রদত্ত ভোট: ৬৭০৫।তার নিকটতম প্রতিদ্বদ্ধী আনারস প্রতীকে অভিলাষ তঞ্চঙ্গ্যা ভোট পেয়েছেন ৪৮২৯ ভোট। ১১৫৩৪ বৈধ, অবৈধ ৩৩৪।শতকরা হার ৫০ % উপরে।
এছাড়াও ভাইস চেয়ারম্যান পুরুষ পদে মাইক প্রতীক নিয়ে বঙ্কিম চন্দ্র তঞ্চঙ্গ্যা'র প্রদত্ত ভোট ৫৯০৪। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী টিউবওয়েল প্রতীক নিয়ে সোনালাল পেয়েছেন ৫৩০৯ ভোট।
এছাড়াও নারী ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীক নিয়ে সুদীপ্তা তঞ্চঙ্গ্যা প্রদত্ত ভোট ৬২৯২। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী হাঁস প্রতীক নিয়ে উৎপলা চাকমা ভোট পেয়েছেন ৫২০৪ ভোট।
মঙ্গলবার ( ২১ মে) রাত ১১ : ৫৫ মিনিটে বিলাইছড়ি উপজেলা কনফারেন্স হলে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো: জামশেদ আলম রানা বেসরকারি ভাবে এই ফলাফল ঘোষণা করেন।
বলা যায়, প্রশাসন ও এলাকার সার্বিক সহযোগিতা নিয়ে একটি ফেয়ার নির্বাচন উপহার দিলো।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com