সুজন কুমার তঞ্চঙ্গ্যা।।বিলাইছড়ি।।
৬ষ্ঠ উপজেলা পরিষদের ২য় ধাপের বিলাই ছড়ি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে প্রার্থীরা নিজেকে বিজয়ী করার জন্য প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
বুধবার ( ৮ মে) হাটের দিনে বাজারে সবার সঙ্গে কথা বলেন। এবং (নিজ) প্রতীক প্রভাপতি মার্কায় লিফটের বিতরণ এবং ভোটারদের কাছ থেকে হাস্যোজ্জ্বল চোখে ভোট চান নারী এই ভাইস চেয়াম্যান সুদীপ্তা তঞ্চঙ্গ্যা। তিনি জানান, বিজয়ী হলে স্মার্ট উপজেলা গঠনে কাজ করবেন। এজন্য বিজয়ী করার জন্য সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান।
নির্বাচন কমিশন উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ এর বিধি ১৩ অনুযায়ী নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন মোতাবেক ৬ষ্ঠ উপজেলা পরিষদের ২য় ধাপে ২১ মে মঙ্গলবার বিলাইছড়ি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।
এছাড়াও উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন ২ জন একজন হলেন বীরোত্তম তঞ্চঙ্গ্যা অন্যজন অভিলাষ তঞ্চঙ্গ্যা, রয়েছেন নারী ভাইস চেয়ারম্যান পদে উৎপলা চাকমা, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বঙ্কিম চন্দ্র তঞ্চঙ্গ্যা এবং সোনালাল তঞ্চঙ্গ্যা।
তবে এযাবৎ কোনো অপ্রীতিকর ঘটনা কোথাও শোনা যায় নি।
সম্পাদক: শৈমং মার্মা (শৈবং)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
ফোন:০১৬৭৭১৪২৯৪৫,০১৫৫৩১২২৩৮৮।
ইমেইল : rumabarta23@gmail.com
www.rumabarta.com