সুজন কুমার তঞ্চঙ্গ্যা।।বিলাইছড়ি।।
বিলাইছড়িতে বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার কর্তৃক দিনব্যাপী পুষ্টি মেলা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর ) সকাল ১০টা দিকে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলা মাঠ প্রাঙ্গণে স্থল সাজিয়ে এ-ই পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়।
ফিতা কেটে পুষ্টি মেলা উদ্বোধন করেন উপজেলা মেডিকেল অফিসার ডা. সারোয়ার হোসেন। অতিথিরা মেলা পরিদর্শন করেন। পরে উপজেলা হলরুমে এক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো: আলীমুজ্জামান খান, ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, ২নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রামাচরণ মার্মা (রাসেল) সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, হিল ফ্লাওয়ার সংস্থা'র প্রকল্পের সমন্বয়কারী জ্যোতি বিকাশ চাকমাসহ প্রকল্পের অন্যান্য দায়িত্ব প্রাপ্ত কর্মচারী এবং পাড়ার নারীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com