সুজন কুমার তঞ্চঙ্গ্যা।।বিলাইছড়ি।।
বিলাইছড়িতে বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার কর্তৃক নারীর প্রতি সহিংসতা রোধ, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার সুরক্ষা এবং লিঙ্গ - ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের সক্রিয়তায় মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৯ নভেম্বর )সকাল ১০:০০ টায় ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ সভা কক্ষে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, দৈনিক পূর্বকোণ পত্রিকার উপজেলা প্রতিনিধি সুজন কুমার তঞ্চঙ্গ্যা,দৈনিক রাঙ্গামাটি প্রত্রিকার উপজেলা প্রতিনিধি অসীম চাকমা, একই ইউনিয়নে ২ নং ওয়ার্ডের মেম্বার জ্যোতিময় চাকমা ( চান্দো), ৪ নং ওয়ার্ডের মেম্বার নন্দ লাল চাকমা।
এছাড়াও উপস্থিত ছিলেন হিল ফ্লাওয়ার সংস্থা'র (PRLC)- প্রকল্প সমন্বয়কারী জ্যোতি বিকাশ চাকমাসহ প্রকল্পের অন্যান্য দায়িত্ব প্রাপ্ত কর্মচারী এবং পাড়ার নারীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: শৈমং মার্মা (শৈবং)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
ফোন:০১৬৭৭১৪২৯৪৫,০১৫৫৩১২২৩৮৮।
ইমেইল : rumabarta23@gmail.com
www.rumabarta.com