

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯-পার্বত্য রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় ৫ টিতে হেলিকপ্টার ব্যবহার করতে হবে বলে প্রস্তাব পাঠিয়েছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ছালে আহমদ ভুইঁয়া। তিনি আরও জানান উপজেলার ১৩ কেন্দ্রের মধ্যে দুর্গম ৫ টিতে জনবল ও ব্যালটসহ নির্বাচনি সরঞ্জাম আনা-নেওয়ায় ব্যবহার করতে হবে হেলিকপ্টার। ওই সব কেন্দ্রে সরাসরি পৌঁছতে কোনো সড়ক বা নৌপথের সুযোগ নেই। তাই কেন্দ্রগুলোতে ভোটের আগের দিন সরঞ্জামসহ নির্বাচনি কর্মকর্তা, কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হেলিকপ্টারে করে নিয়ে ভোট গণনা শেষে আবার উপজেলা হতে জেলা সদরে আনা হবে।
এই ৫ কেন্দ্রগুলো হলো ফারুয়া ইউনিয়নে ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাড়াছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। আর বড় থলি ইউনিয়নে প্রাংজংপাড়া, বড়থলি এবং রাইমংছড়া। তিনি আরও জানান, উপজেলায় মোট ১৩ টি কেন্দ্রে ভোটার সংখ্যা ২৪৫১৫ জন,পুরুষ -১২৫৬৮,মহিলা-১১৯৪৭ জন। তারমধ্যে বড়থলি ইউনিয়নে ২৩৩৪ জন,কেংড়াছড়িতে ৫৫৭২ জন,বিলাইছড়িতে ৭২৪৭ জন এবং ফারুয়াতে ৯৩৬২ জন।
এছাড়াও জানা গেছে, ২৯৯ পার্বত্য রাঙ্গামাটি সংসদীয় আসনে পুরো জেলা নিয়ে গঠিত। আসনটির নির্বাচনী এলাকার জেলার মোট ১০ উপজেলার ৫০ টি ইউনিয়নে ভোট কেন্দ্রের সংখ্যা ২১৩ টি। সেগুলোর মধ্যে হেলিসোর্টি কেন্দ্র হবে ২০ টিতে। বাকি হেলিসর্টি হলো বাঘাইছড়ি ৬ টি,বরকল ২ টি,জুরাছড়ি ৭ টি। এছাড়াও আসনটির নির্বাচনি এলাকায় এবারের মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ২৬৭, যাদের মধ্যে পুরুষ ২ লাখ ৬৩ হাজার ৪১০ এবং নারী ২ লাখ ৪৫ হাজার ৮৫৫ জন। এছাড়া হিজড়া ভোটার আছেন ২ জন।
তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে রাঙামাটিতে সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে যা কিছু করণীয় তার সব প্রস্তুতি চলছে।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com