

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।।বিলাইছড়ি।।
বিলাইছড়িতে লোকাল গভর্ণমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট সেন্স (লজিক) প্রকল্প উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট বিভাগগুলোর সাথে সেন্সিটাইজেশন সভা করেছে।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সকাল১১টায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ -এর আয়োজনে, স্থানীয় সরকার বিভাগ,স্থানীয় সরকার পল্লী ও সমবায় মন্ত্রণালয় বাস্তবায়নে, ইউরোপীয় ইউনিয়ন,ইউএনডিপি ও অন্যান্য দাতাগোষ্ঠীর সহযোগিতায় এ সভা করা হয়।
উপজেলা কনফারেন্স রুমে সভায় প্রধান অতিথি'র বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) এবং উপ- পরিচালক,স্থানীয় সরকার বিভাগ, জেলা প্রশাসকের কার্যালয় রাঙ্গামাটির নাসরিন সুলতানা।
প্রধান অতিথি প্রকল্পের সুবিধাভোগীর সুবিধা- অসুবিধার কথা জানেন এবং প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভাগগুলোকে বাস্তবায়নে সহযোগিতা করার নির্দ্দেশ প্রদান করেন। তিনি সভার আগে সকালে ১নং ইউনিয়ন পরিষদ কার্যালয় এবং আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
সভায় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন লজিক প্রকল্পের ডিস্ট্রিক্ট ক্লাইমেট চেইঞ্জ কো- অর্ডিনেটর( DCCC) আমেনা বেগম এবং লজিক প্রকল্পের জেলা কর্মকর্তা পলাশ খীসা, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা রুপন কান্তি চৌধুরী ,উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ( ভা:) সুজন বড়ুয়া এবং উপজেলার সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কার্মকর্তা, প্রকল্পের অন্যান্য কর্মচারী ও সুফলভোগী।
এতে জানা যায়, এ সহায়তা দরিদ্র ও অতি দরিদ্রদের জন্য নয়। শুধু বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারদের জন্য। বিলাইছড়ি ও ফারুয়া ইউনিয়নে ৬ টি ওয়ার্ডে ৩০ টি দলকে মোট ৬৬৮ জন ক্ষতিগ্রস্থদের মাঝে ৩০,০০০/-(ত্রিশ হাজার টাকা) কিস্তি ভিত্তিক প্রদান করা হচ্ছে।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com