সুজন কুমার তঞ্চঙ্গ্যা।।বিলাইছড়ি।।
রাঙ্গামাটি জেলার বিলাই ছড়ি উপজেলায় মোটর বাইক দুর্ঘটনায় চালক সহ আহত ৬ জন। তার মধ্যে ৪ জনকে আহত অবস্থায় উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরের দিকে ৪ জন যাত্রীকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান দায়িত্ব প্রাপ্ত উপজেলা মেডিকেল অফিসার ডা: রনি সরকার।
তাদের মধ্যে একজন হলেন সোনিয়া চাকমা পিতা:- কাজল চাকমা, গ্রাম:- ধুপশীল, অন্যজন ভূমিকা চাকমা - পিতা :- লুক্ষীরঞ্জন চাকমা, গ্রাম মন্দির ছড়া, জুরাছড়ি, আরেক জন শিখা চাকমা, পিতা :- বিকাশ চাকমা,গ্রাম :- মন্দিরা ছড়া, জুরাছড়ি, বাকী জন রিনা চাকমা -পিতা :- বিমল কান্তি চাকমা, গ্রাম : গবাইছড়ি, জুরাছড়ি উপজেলা।সবাই বয়স অনুমান ১৮- ২০ বছরের মধ্যে। আর বাইক চালকরা হলেন পুরনজয় তঞ্চঙ্গ্যা এবং রাঙামুনি তঞ্চঙ্গ্যা।
জানা গেছে, বিলাইছড়ি হতে ধূপশীল হয়ে জুরাছড়ি উপজেলায় গবাইছড়ি যাবার পথে ধূপ্যাচর এলাকায় ১ টি কুকুর রাস্তা পার হলে সামনে চালক বাইকটি হঠাৎ গতিরোধ করলে পিছনে বাইকটি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
সম্পাদক: শৈমং মার্মা (শৈবং)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
ফোন:০১৬৭৭১৪২৯৪৫,০১৫৫৩১২২৩৮৮।
ইমেইল : rumabarta23@gmail.com
www.rumabarta.com