

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,বিলাইছড়ি।।
রাঙ্গামাটির বিলাইছড়িতে ১২৫০ জন ভালনারেবল উয়িম্যান ভেনিফিসিয়ারিস্ (VWB) উদ্যেগে নারীদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।
রবিবার (২২ ডিসেম্বর) সকালে ১নং বিলাইছড়ি ইউনিয়ন ও ২ নং কেংড়াছড়ি ইউনিয়ন মহিলাদের পল্টন ঘাট হতে এসব চাউল বিতরণ করা হয়।
এসময় ভালনারেবল উয়িম্যান ভেনিফিসিয়ারিস্ (VWB) উদ্যেগে ৩০ কেজি করে ১হাজার দুইশত ৫০ জন মহিলাদের মাঝে সাড়ে তিনহাজার কেজি চাউল প্রদান করা হয়।
বিতরণী অনুুুষ্ঠানে ২ নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রামাচরণ মার্মা( রাসেল),১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ সচিব অনিল কান্তি তঞ্চঙ্গ্যা, ২নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ সচিব শান্তি বরণ চাকমা, ওযার্ড মেম্বার জ্যোতিময় চাকমা, মো. ওমর ফারুক ( মনি),বাবুলাল তঞ্চঙ্গ্যা,দয়ারঞ্জন চাকমা, সাধন চাকমা প্রমূখ।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com