সুজন কুমার তঞ্চঙ্গ্যা।।বিলাইছড়ি।।
বিলাইছড়িতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দূর্গোৎসব।
রবিবার (১৩ অক্টোবর) বিকাল ২:০০ টায় রাইংখ্যং নদীতে দেয়া হয় প্রতিমা বিসর্জন দিয়েছেন। একটি বোটে করে নদী বিভিন্ন এলাকা ঘুরানো হয়।এতে ৫ দিনব্যাপী অনুষ্ঠানে নারী এবং পুরুষের একে অপরকে পড়িয়ে দেন সিদুঁর, মেতে উঠেন সিদুঁর খেলায়। শেষ দিনে বিসর্জনের সাথে সাথে নদীর পাড়ে তরুণ তরুণীরা বাজাতে থাকেন ঢাক ঢোল আর কাঁসা, ধূপময় হয়ে উঠে বির্সজনস্থল।পুজা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ প্রতিমা বিসর্জনের সময়ও কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করায় সুন্দর ও সুষ্ঠভাবে দুর্গাপূজা সমাপ্ত করতে পারায় খুশি ভক্ত ও আয়োজকেরা।
বিলাইছড়ি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শুভাশিষ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক দেবাশীষ দে বলেন পূজা শুরু থেকে শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা নিয়োজিত। বাংলাদেশ সেনাবাহিনী, উপজেলা প্রশাসন, পুলিশ বাহিনী, আনসার ভিডিপি সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কমিটি আরও ধন্যবাদ জানান, পূজা সম্পন্ন করতে পেরে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সকল সম্প্রদায়ের মানুষের সার্বিক সহযোগিতায় অব্যাহত ছিল বলে।
সম্পাদক: শৈমং মার্মা (শৈবং)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
ফোন:০১৬৭৭১৪২৯৪৫,০১৫৫৩১২২৩৮৮।
ইমেইল : rumabarta23@gmail.com
www.rumabarta.com