সুজন কুমার তঞ্চঙ্গ্যা।।বিলাইছড়ি।।
রাঙ্গামাটি জেলার বিলাই ছড়ি উপজেলায় এস,এস,সি পরীক্ষায় মোট পাশের হার শতকরা ৬৭.২১% এবং জিপিএ -১ শিক্ষার্থী বলে জানান উপজেলা একাডেমিক সুপারভাইজার( মাধ্যমিক) বিভীষণ চাকমা।
রবিবার (১২ মে ) দুপুরে স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে তিনি আরো জানান, ২০২৪ ইং সনে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এস,এস,সি, ও অন্যান্য ফলাফল ঘোষণা করা হয়। তাই বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষর্থীর সংখ্যা ২১০ শিকার্থী, উত্তীর্ণ ১২০ শিক্ষার্থী, পাশের হার ৫৭.১৪ %, অনুত্তীর্ণ ৯০ জন শিক্ষার্থী ।
অন্যদিকে, ফারুয়া উচ্চ বিদ্যালয় হতে ৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে মাত্র ৮৫ জন শিক্ষার্থী,পাশের হার ৮৯.৪৭ %, অনুত্তীর্ণ ১০ শিক্ষার্থী। মোট পরীক্ষার্থী ৩০৫, উত্তীর্ণ ২০৫, অনুত্তীর্ণ,১০০ জন শিক্ষার্থী বলে জানা গেছে।
সম্পাদক: শৈমং মার্মা (শৈবং)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
ফোন:০১৬৭৭১৪২৯৪৫,০১৫৫৩১২২৩৮৮।
ইমেইল : rumabarta23@gmail.com
www.rumabarta.com