।।প্রতিনিধি, বিলাইছড়ি।।
বাঁচিয়ে রাখি মানবতা -এই প্রতিপাদ্যকে সামনে রেখে
বিলাইছড়িতে পালিত হয়েছে বিশ্ব রেড ক্রস বা রেড ক্রিসেন্ট দিবস।
বুধবার (৮ মে) সকাল সাড়ে দশটায় দিবসটি উপলক্ষে র্যালী বের করা হয়। শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলার কনফারেন্স কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বিলাইছড়ি উপজেলা দলের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামশেদ আলম রানা।
এছাড়াও সভায় যুব সেচ্ছাসেবক মোঃ এবাদুল হকের সঞ্চালনায় উপজেলা প্রকোশলী মোঃ আলতাফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া এবং উপজেলা রেড ক্রিসেন্ট দলের সেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, রেড ক্রিসেন্ট সব সময় দেশের মানুষের পাশে ছিলেন। বন্যা ও করোনাকালীন সকল মানুষের পাশে ঝুঁকি খাবার পাশাপাশি প্রচারণায় ছিল। প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে সব পর্যায়ের রেড ক্রিসেন্ট অবদান গুরুত্বপূর্ণ অপরিসীম। তাই সর্বদা দেশের মানুষের পাশে থাকবে রেড ক্রিসেন্ট।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com