সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি:
রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের নির্মাণাধীন ৫ম তলায় প্লাস্টারের কাজ করতে গিয়ে ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) ১১ টায় নিহত শ্রমিকের নাম আকিল আহামদ (২০) কে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যান বলে জানান কর্তব্যরত চিকিৎসক ডাঃ রনি সরকার। তিনি আরো জানান, নিহত শ্রমিক মাথায় এনজুরি হয়েছে।
এই বিষয়ে থানা অফিসার ইনচার্জ মানস বড়ুয়া জানান,পোস্ট মর্টেমের জন্য জেলায় প্রেরণ করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে। খবর পেয়ে ছুটে যান উপজেলা নির্বাহাী অফিসার মুহাম্মদ মামুনুল হক, বিএনপি'র সভাপতি এম এ সালাম ফকির, ওয়ার্ড মেম্বার ওমর ফারুক।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com