সুজন কুমার তঞ্চঙ্গ্যা।।বিলাইছড়ি।।
রাঙ্গামাটির বিলাইছড়িতে দুর্গম এলাকায় বিনামূল্যে স্বাস্থ্য সেবা পৌঁছে দিচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার।
সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় হিলফ্লাওয়ার এনজিও'র আয়োজনে , মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায়, ৩ নং ফারুয়া ইউনিয়নে চাইন্দা পাড়া বাসিন্দাদের নিয়ে এই সেবা প্রদান করেন উপজেলা মেডিকেল অফিসার ডা: রনি সরকার।
এসময় উপস্থিত ছিলেন হিল ফ্লাওয়ার এনজিও'র (PRLC)- প্রকল্প সমন্বয়ক জ্যোতি বিকাশ চাকমা, দৈনিক রাঙ্গামাটি পত্রিকার উপজেলা প্রতিনিধি অসীম চাকমা,চাইন্দা পাড়ার হেডম্যান কালন্দ তঞ্চঙ্গ্যা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল এসিস্ট্যান্ট, নার্স,ঔষধ প্রদানকারী এবং হিলফ্লাওয়ার এনজিও-র দায়িত্বরত কর্মচারী।এতে শতাধিক মা ও শিশু এবং বয়স্ক ব্যক্তির চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষুধ- পত্র প্রদান করা হয়।
সম্পাদক: শৈমং মার্মা (শৈবং)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
ফোন:০১৬৭৭১৪২৯৪৫,০১৫৫৩১২২৩৮৮।
ইমেইল : rumabarta23@gmail.com
www.rumabarta.com