সুজন কুমার তঞ্চঙ্গ্যা।।বিলাইছড়ি।।
রাঙ্গামাটির বিলাইছড়িতে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ- ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ৮ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন বিলাইছড়ি কর্তৃক আয়োজিত প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো,তানভীর হোসেন, ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, সেকেন্ড ওসি সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা ওমর ফারুক,উপজেলা প্রশাসনিক কর্মকর্তা( ভা:) সুজন বড়ুয়া, উপজেলা শিক্ষা অফিসার নিরালা কান্তি চাকমা,বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, উপজেলা প্রকৌশলী আলতাফ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম চাকমা এবং রুপকুমার কার্বারীসহ শিক্ষক, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, হেডম্যান, কার্বারী প্রতিনিধিকে উল্লিখিত সময়ে উপস্থিত ছিলেন।
১৪৩২ বঙ্গাব্দ ২ দিনব্যাপী উদযাপন, সকল জাতিগোষ্ঠী ( তঞ্চঙ্গ্যা, চাকমা, মার্মা, পাংখোয়া, ত্রিপুরা সহ স্ব স্ব জাতিসত্তার নিজস্ব পোশাকে) অর্ম্তভূক্ত করা, প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ সংস্কৃতি ফুটিয়ে তোলা এবং মেলা আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয় । একদিন আগে ১৩ ই এপ্রিল চিত্রাংকন,ও রচনা প্রতিযোগিতা, পহেলা বৈশাখ ১৪ই এপ্রিল শোভা যাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা থাকবে বলে জানা গেছে।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com