সুজন কুমার তঞ্চঙ্গ্যা।।বিলাইছড়ি।।
রাঙ্গামাটির বিলাইছড়িতে ১ জনকে আটক করা হয়েছে বলে জানান থানা অফিসার ইনচার্জ মানস বড়ুয়া।
মঙ্গলবার (৪ মার্চ) সকালে আটককৃত ব্যক্তি অনিল কুমার তঞ্চঙ্গ্যাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান। তিনি আরও জানান, গত ৩ রা মার্চ ১৬:৪০ মিনিটে সেনাবাহিনীর কাছ থেকে থানায় বুঝে নেওয়া হয়। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।
থানা সূত্রে আরও জানা যায়,আসামি অনিল কুমার তঞ্চঙ্গ্যা'র বয়স ৪২ বছর, পিতা সাম্ম্যা তঞ্চঙ্গ্যা, মাতা ফুলজানি তঞ্চঙ্গ্যা। ঠিকানা: গ্রাম - তক্তানালা উত্তরপাড়া, ৩ নং ফারুয়া ইউনিয়ন।
তবে এবিষয়ে ফারুয়া তক্তানালা এলাকায় মোবাইল নেটওয়ার্ক না থাকার কারণে আসামির পরিবার ও স্থানীয় মুরব্বি কারো সঙ্গেই যোগাযোগ করা যায়নি।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com