সুজন কুমার তঞ্চঙ্গ্যা।।বিলাইছড়ি।।
বিলাইছড়ি উপজেলার কৃষি অফিস কর্তৃক ২০২৪-২৫ ইং অর্থ বছরে খরিপ-২ প্রণোদনা কর্মসূচী আওতায় (আমন মৌসুমে) কৃষকদের মাঝে বীজ ধান ও সার বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকালে কৃষি অফিস বিলাইছড়ি এর আয়োজনে অফিস প্রাঙ্গণে বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুল হক এবং উপজেলা বিএনপি'র সভাপতি এম এ সালাম ফকির।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শাহনাজ পারভিন থানা অফিসার ইনচার্জ মানস বড়ুয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো: ওমর ফারুক,ওয়ার্ড মেম্বার জ্যোতিময় চাকমা,কৃষি অফিসের মো: আলী,বিভূতিভূষণ চাকমা , সুমন গুপ্ত,রুবেল বড়ুয়া, রনেক্স চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। এতে মোট ৪৫ জনের মাঝে বীজ ধান ৫ কেজি, এমওপি ১০ কেজি, ডিএপি ১০ কেজি করে বিতরণ করা হয়।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com