সুজন কুমার তঞ্চঙ্গ্যা।। বিলাইছড়ি।।
বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ-রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার UNCC( উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি)'র সদস্যদের অংশগ্রহণে পারস্পরিক শিখন সফর অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৭ ফেব্রুয়ারী) বেসরকারি উন্নয়ন সংস্থা জুম ফাউন্ডেশন ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে লিডারশীপ টু এনসিউর এডইকুয়েট নিউট্রিশন (LEAN)-এর বাস্তবায়নে দিনব্যাপী কাউখালি উপজেলায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করা হয়।
[caption id="attachment_1007" align="alignnone" width="300"] ছবি: রুমা বার্তা[/caption]
সফরে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলার পুষ্টি সমন্বয় কমিটির প্রধান উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা।এছাড়াও উপস্থিত ছিলেন ১ নং বিলাই ছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, ৩ নং ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা,উপজেলা প্রেসক্লাবের সভাপতি পুষ্প মোহন চাকমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রুপম চাকমা,
উপজেলা সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা সুনীল বরণ চাকমা,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার বিভীষণ চাকমা, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন কুমার তঞ্চঙ্গ্যা,মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক ভিক্টোরিয়া চাকমা এবং জুম ফাউন্ডেশনের উপজেলা ফ্যাসিলিটেটর অসীম চাকমা প্রমূখ।
সফরে কাউখালি উপজেলার ঘাগড়া ইউনিয়নে জনুমাছড়া নারী উদ্যোগক্তাদের ব্যবসা কেন্দ্র ও নারীদের স্বাস্থ্য সুরক্ষায় দক্ষতা উন্নয়ন এবং পোয়া পাড়ার যমুনা চাকমার মাটির প্রাণ কেঁচো সার বা ভার্মিকম্পোস্ট,সব্জি বাগান প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন এবং তাদের সঙ্গে পারস্পরিক শিখন বিষয়ে অভিজ্ঞতা শেয়ার বা বিনিময় করা হয়েছে।
সম্পাদক: শৈমং মার্মা (শৈবং)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
ফোন:০১৬৭৭১৪২৯৪৫,০১৫৫৩১২২৩৮৮।
ইমেইল : rumabarta23@gmail.com
www.rumabarta.com