সুজন কুমার তঞ্চঙ্গ্যা।।বিলাইছড়ি।।
বিলাইছড়িতে "আস্থা" প্রকল্পের উপজেলা পর্যায়ে ত্রৈমাসিক ইয়ুথ গ্রুপ সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর )সকাল (১০ :০০) ঘটিকায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট -এর বাস্তবায়নে উপজেলা হল রুমে এক সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রুপম চাকমা, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিভিক প্লাটফর্মের জেলা সদস্য সুজন কুমার তঞ্চঙ্গ্যা,আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট এর ফিল্ড অফিসার রবীন চন্দ্র চাকমা,আস্থা প্রকল্পের ফিল্ড এসোসিয়েট রাজর্ষী চাকমা এবং ইয়ুথ গ্রুপের আহ্বায়ক থুইপ্রু মার্মা(আকাশ) ইয়ুথ গ্রুপের সদস্যরা ।
লক্ষ্যমাত্রা অর্জন এবং যুব সমাজকে এগিয়ে নেওয়ার জন্য নানামুখি কাজ করে যাচ্ছে।তাই বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোও যুবদের ক্ষমতায়ন,কর্মমুখী শিক্ষা ও কর্মদক্ষতা নিয়ে কাজ করছে। তারই প্রতিফলন দেখাছে পার্বত্য অঞ্চলে আস্থা প্রকল্প। উল্লেখ্য,বিগত ১৮ ফেব্রুয়ারি জেলা পর্যায়ে আস্থা প্রকল্পের একটি নাগরিক প্লাটফর্ম গঠন করা হলে এই প্রথম উপজেলা পর্যায়ে যুবাদের নিয়ে সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে।প্রসঙ্গত:- সুইস এম্বেসি বাংলাদেশ -এর অর্থায়নে আস্থা প্রকল্পটি বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট - এর রাঙ্গামাটি জেলার ১০ টি উপজেলা বাস্তবায়ন করছে।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com