সুজন কুমার তঞ্চঙ্গ্যা।।বিলাইছড়ি।।
বিলাইছড়িতে গত ২৭ মার্চ হাসপাতাল এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারের মধ্যে ব্র্যাকের মানবিক সাহায্যে দেওয়া হয়েছে বলে জানান উপজেলা মাইক্রো ফাইন্যান্সের শাখা ব্যবস্থাপক বিভূতি চাকমা। তিনি আরো জানান, ব্রাকের মাইক্রো ফাইন্যান্সের আঞ্চলিক ব্যবস্থাপক চাইমেপ্রু মার্মার সহযোগিতায় এইসব নগদ অর্থ ও ত্রাণ দেওয়া হয়েছে।
শুক্রবার ( ২৯ মার্চ) বেলা ১টা দিকে এইসব তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। বসতবাড়ি পুড়ে যাওয়া স্থানে নিন্মোক্ত তালিকা অনুযায়ী ত্রাণ কার্য সুসম্পন্ন করা হয়। ১.চাউল ২৫ কেজি=১৬৮০.০০,২.সোয়াবিন তেল ২ কেজি =৩৫০.০০,৩.মসুর ডাল ১কেজি=১১০. ০০, ৪.পিয়াজ ১কেজি=৯০.০০,৫.লবন ১কেজি= ৪৫.০০,৬.রসুন ২৫০গ্রা:=৬০.০০,৭.গোল আলু২ কেজি=৮০.০০৮.লাক্স সাবান ১টি=৫০.০০, পরিবহন ও বিবিধ=৩৫.০০,জন, প্রতি=২৫০০. ০০, নগদ টাকা =১৫০০.০০. সর্বমোট =৪০০০.০০,পরিবার প্রতি দেওয়া হয়।
পরিবার গুলো হলো:-১. লাভু বড়ুয়া,২. মনিঘোষ,৩. নেত্রী চাকমা ৪. রিতা রাণী দাস,৫.আরতি রাণী, ৬. রিনা দাস৭. রবি বড়ুয়া, ৮. মো: সাত্তার। ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান ( বিডিসি) রাঙ্গামাটি, মো: আলআমিন ( এ,এম) কাপ্তাই, আসিকুর রহমান( বি,এম) বড়ইছড়ি শাখা, হিসাব কর্মকর্তা ও মাইক্রো ফাইন্যান্স (পি ও) গন। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউ,পি, চেয়ারম্যান প্রতিনিধি সন্মানিত মেম্বার মো: ওমর ফারুক ও স্থানীয় সুধীজন প্রমুখ।
সম্পাদক: শৈমং মার্মা (শৈবং)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
ফোন:০১৬৭৭১৪২৯৪৫,০১৫৫৩১২২৩৮৮।
ইমেইল : rumabarta23@gmail.com
www.rumabarta.com