
বিশেষ প্রতিনিধি, বান্দরবান:
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে জেলার ১৭২ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বান্দরবান জেলা পরিষদ অডিটরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্যনির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোহাম্মদ নজরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা, জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, খামলাই ম্রো, লাল জার লম বম ও মো. নাছির উদ্দিনসহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, টেকসই উন্নয়নের জন্য গুণগত মানসম্পন্ন শিক্ষা অপরিহার্য। জেলায় বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হলেও শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে তেমন অগ্রগতি হয়নি। এখনো ভৌগোলিক কারণে জেলার প্রায় অর্ধেক জনগোষ্ঠী বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত। বক্তারা আরও বলেন, শুধু কাজু ও কফি চাষের উন্নয়নে সীমাবদ্ধ না থেকে খাদ্যশস্য ও রবি শস্য উৎপাদনেও গুরুত্ব দিতে হবে। এজন্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে জুম চাষকে উন্নত কৃষি ব্যবস্থার আওতায় আনতে হবে।
তারা জানান, ভবিষ্যতে যেকোনো উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে গুণগত মানের শিক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং কৃষি খাতের উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। পরে অতিথিরা ১৭২ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com