

।।আলীকদম ও বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবানের থানচিতে অভিযান চালিয়ে সাড়ে তিন একর নিষিদ্ধ পপিক্ষেত ধ্বস করেছে ৫৭ বিজিবি।
রবিবার দুপুরে রেমাক্রী ইউনিয়নের দূর্গম সীমান্তবর্তী লইক্রী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
সত্যতা নিশ্চিত করেছেন ৫৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আকিব জাভেদ পিএসসি।
বিজিবি জানায়, সীমান্তবর্তী পাহাড়ী এলাকায় পপি চাষ করা হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালায় বিজিবি। ৫৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আকিব জাভেদ, পিএসসি নির্দেশনায় নায়েক মোঃ আবু সাঈদ নেতৃত্বে ১০ জন সদস্যের একটি টহল দল অভিযানে নেতৃত্ব দেন । এসময় সীমান্তবর্তী লইক্রী দুর্গম পাহাড়ি এলাকায় সাতটি স্থানে অভিযান চালিয়ে সাড়ে তিন একর নিষিদ্ধ পপিক্ষেত ধ্বস করা হয়। যার বাজারের মূল্যে ১ কোটি ৫ লাখ টাকা বলে জানিয়েছেন বিজিবি।
৫৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আকিব জাভেদ বলেন, গোপন সংবাদ পেয়ে সীমান্তবর্তী এলাকায় নিষিদ্ধ পপিক্ষেত ধ্বস করা হয়েছে। পাহাড়ের এসব নিষিদ্ধ পপিক্ষেত ধ্বস করতে বিজিবি অভিযান অব্যহত রয়েছে ।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com