।।আকাশ মারমা মংসিং বান্দরবান।।
বান্দরবান হলো একমাত্র সম্প্রতি জেলা । এই সম্প্রীতি মানে হল বড় একটি শক্তি আর এই শক্তি যাতে কোনভাবে নষ্ট না হয় সেটি সকলেই মিলেমিশে অব্যহত রাখতে হবে। আর এই সম্প্রীতি যেন আগামীতেও অটুট থাকে সে জন্য সবাই মিলে আমরা কাজ করে যাবো।
বুধবার (৩০ অক্টোবর) সকালে পুলিশ সুপার কার্যালয়ের মিলনায়তনে সাংবাদিক নিয়ে এক মতবিনিয়ময় সভায় এই মন্তব্যে করেন নবাগত পুলিশ সুপার মো: শহিদুল্লাহ কাওছার।
তিনি বলেন, পুলিশ আর সাংবাদিক এক সুত্রে গাঁথা। একসাথে মিলেমিশে আমরা কাজ করে যাবো। যদিও সম সাময়িক কারণে যাতে পুলিশের সাথে সাংবাদিকদের দুরত্ব সৃষ্টি না হয় সেটা বিবেচনা করতে হবে। আর জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সাথে সাত উপজেলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তাদের নিয়ে একটি ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা কথা বলেন তিনি।
বর্তমান দেশের প্রেক্ষাপট নিয়ে নবাগত পুলিশ সুপার মো: শহিদুল্লাহ কাওছার বলেন, দেশে প্রেক্ষাপট পরিবর্তনের কারনে সারাদেশের পাহাড়ী জেলা বান্দরবানেও সম্প্রতি চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনার সংবাদ পেয়েছি এবং ইতোমধ্যে অনেক অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যে বান্দরবানে অতীতের যে শান্তি শৃঙ্খলা বজায় ছিলো আগামীতেও সে ধারা অব্যাহত রাখতে পুলিশ সব সময় জনগণের পাশে থেকে কাজ করে যাবে জানান পুলিশ সুপার।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুুল ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকিরসহ জেলায় কমর্রত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com