হ্লাসিং থোয়াই মারমা।।বান্দরবান।।
বান্দরবানে নানা আয়োজনে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন করা হয়েছে। এদিকে মহান মে দিবস উপলক্ষে এপেক্স ক্লাব অব বান্দরবানে আয়োজনে শ্রমজীবি, পথচারী ও তৃষ্ণার্ত মানুষের মাঝে বিশুদ্ধ শরবত ও কেক বিতরণ করা হয়েছে।
১লা মে (বৃহস্পতিবার) সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় শ্রমিক নেতারা শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান,
কর্মঘন্টা অনুযায়ী মজুরি ও শ্রমিকদের বেতন বোনাস নিয়ম মাফিক প্রদানের দাবি জানান। এসময় বক্তারা, শিশুশ্রম বন্ধ করা ও সকল শ্রমিককে নিজ নিজ স্বাস্থ্যর প্রতি যত্ন নেয়ার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক এস এস মঞ্জুরুল হক এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি, অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবু তালেব, অতিরিক্ত পুলিশ সুপারজিনিয়া চাকমাসহ সরকারী প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com