বিশেষ প্রতিনিধি।।বান্দরবান।।
বান্দরবানে দুর্গম অঞ্চলের অসহায় দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে বিজিবি সেক্টর সদর দপ্তরের আয়োজনে বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের মাঠে ক্রাইক্ষং পাড়া ও লোলাইন পাড়ার ১১৫ জন শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয় ।
বিজিবি বান্দরবানের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ সোহেল আহমেদ, পিএসসি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন বান্দরবান সদর সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন ) মেজর খালিদ আহমেদ সহ বিজেবি সদস্য , প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনেকে।
প্রধান অতিথি বলেন , বাংলাদেশের সকল মানুষের সেবায় বিজিবি সর্বদা পাশে আছে ভবিষ্যতেও থাকবে। তাই আজকের এই শীতার্ত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াটা ক্ষুদ্র একটি প্রয়াস। ভবিষ্যতেও বিজিবি বান্দরবান সেক্টর সদর দপ্তরের পক্ষ থেকে ধর্মমত নির্বিশেষে বান্দরবানে সকল মানুষের জন্য কাজ করে যাবে।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
www.rumabarta.com