
বিশেষ প্রতিনিধি, বান্দরবান:
বান্দরবানের টংকাবতী ইউনিয়নের চিম্বুক পাড়া প্রাথমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শিশু সপ্তাহ উদযাপন করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। “শিশুর কথা শুনবো আজ, শিশুর জন্য করবো কাজ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানটি আয়োজন করে বান্দরবান নারী কল্যাণ সমিতি (বিএনকেএস), সহযোগিতা করে সেভ দ্য চিলড্রেন।
দিনব্যাপী অনুষ্ঠানের শুরুতে চিম্বুক পাড়া থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।
আলোচনা সভার প্রধান অতিথি টংকাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাং য়াং ম্রো প্রদীপ বলেন,
“শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুরক্ষা, অধিকার প্রতিষ্ঠা ও মানসিক বিকাশের জন্য পরিবার, বিদ্যালয় ও সমাজের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। শিশুদের মতামত গুরুত্ব দিয়ে শুনে তাদের কল্যাণে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
বক্তারা আরও বলেন, শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও মনোবিকাশে সরকারি-বেসরকারি উদ্যোগ বাড়াতে হবে। জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য ও বৈষম্য মোকাবিলায় শিশুদের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিনজন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টংকাবতী ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য ইয়াংঙি ম্রো, কারবারী লংঙি ম্রো ও মেনসিন ম্রো, এসএমসি সভাপতি মেনঙি ম্রো, সিএইচসিপি বেলক কুমার তঞ্চঙ্গ্যা।
বিএনকেএস-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রকল্প ফোকাল ভাননুনসিয়াম বম, প্রশিক্ষক পারমিতা চাকমা, প্রজেক্ট অফিসার সিংচং ম্রো প্রমুখ।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com