বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবানে লামায় প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের ঘটনায় মো: ছিদ্দিকুর রহমান(৮০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৩মার্চ) সকালে আজিজনগর ইউনিয়নের সন্দীপ পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। আজ সোমবার সন্ধায় সাড়ে সাতটায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অন্স) আবদুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি- আজিজনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সন্দীপ পাড়া গ্রামে মৃত লুতফর রহমানের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, রবিবার সকালে ভিকটিমের ছেলে ও তার স্ত্রী কর্মস্থলে চলে যায়। এসময় বাড়িতে প্রতিবন্ধী নারী নিজের সাত বছর বয়সে নাতীকে নিয়ে বাড়িতে ছিলেন। সকাল দিকে মো: ছিদ্দিকুর রহমান(৮০) ওই প্রতিবন্ধী নারীকে ডেকে বাড়ির পিছনে ঝিড়িতে নিয়ে ধর্ষণ করে। পরে তার ছেলে ও স্ত্রীর বাড়িতে ফিরে আসলে তাদের সন্তান ঘটনাটি বিষয়ে জানিয়ে দেয়। এই ঘটনাটি পর অভিযান চালিয়ে আজিজনগর থেকে ধর্ষণকারী মো: ছিদ্দিকুর রহমানকে(৮০) গ্রেফতার করেছে পুলিশ।
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অন্স) আবদুল করিম বলেন, অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযানে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ে একজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com