।।আকাশ মারমা মংসিং বান্দরবান ।।
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসে পরে মোঃ আবু বক্কর (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৯জুন) দুপুরে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে ৯নং ওয়ার্ডের ফুলতলি এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহত কৃষক সদর ইউনিয়নে ফুলতলি গ্রামের মৃত: আলী মিয়ার ছেলে আবু বক্কর।
স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় পাহাড়ের পাশে কৃষি কাজ করছিলেন কৃষক আবু বক্কর। এসময় হঠাৎ প্রবল বৃষ্টিতে পাহাড় ধ্বসে পড়লে মাটির নিচে চাপা পড়ে ঘটস্থলেই মারা যান আবু বক্কর। পরে খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার ইমন সত্যতা নিশ্চিত করে বলেন, কাজ করা সময় পাহাড় ধ্বসে এক কৃষকের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো: জাকারিয়া বলেন, পাহাড় ধ্বসে এক কৃষকের মৃত্যুর খবর পেয়েছি। লাশ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক: শৈমং মার্মা (শৈবং)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
ফোন:০১৬৭৭১৪২৯৪৫,০১৫৫৩১২২৩৮৮।
ইমেইল : rumabarta23@gmail.com
www.rumabarta.com