।। বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবানে পারিবারিক কলহের জেরে বোনের জামাই হাতে শৈক্যপ্রু মারমা (৩০) নামে সালা খুন হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী ) রাতে আটটার সময় সদর উপজেলায় তুক্ষ্যং পাড়া এলাকায় এই হত্যাকান্ড ঘটনাটি ঘটে।
নিহতের ব্যক্তি শৈক্যপ্রু মারমা (৩০), কুহালং ইউনিয়নের তুক্ষ্যং অয়াড়া গ্রামের ক্যুচিং মারমা ছেলে।
স্থানীয় ও পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে পারিবারিক মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে গাছকাটার কুড়াল দিয়ে বোন জামাই সালাকে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় খবর পেয়ে আইনশৃংখলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় হত্যাকারীকে গ্রেফতার করেছেন।
গ্রেফতারকৃত ব্যাক্তি মংনুং মারমা (৪৬) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা ধোপাছড়ি ত্রিপুরা পাড়ার মৃত ক্যইসুইপ্রু মারমার ছেলে।
কুহালং ইউনিয়নের চেয়ারম্যান মংপু মারমা জানান, নিহতের বোনজামাই বেকার উসৃংঙ্খল জীবন যাপন করে। বিষয়টি নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছিল। বোনজামাই তার পরিবারের সম্পূর্ণ খরচ বহনের জন্য শ্যালককে চাপ প্রয়োগ করে। এ নিয়ে বাকবিতন্ডা ও হাতাহাতি থেকেই এই হত্যাকান্ড ঘটেছে।স্থানীয়দের সহযোগিতায় হত্যাকারীকে গ্রেফতার করে পুলিশ নিয়ে গেছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, হত্যাকান্ডের ঘটনায় মংনুং মারমা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com