।।বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবানের থানচিতে সাঙ্গু নদীতে নৌকা ডুবে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এলাকাটি দূর্গম ও নেটওয়ার্ক বিহীন হওয়ায় নিখোঁজ শিক্ষার্থীদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
সোমবার (১ জুলাই) দুপুরে তিন্দু ইউনিয়নের পদ্মঝিড়ি এলাকায় এঘটনাটি ঘটে।
প্রত্যাক্ষদর্শীরা জানান, সকালে কয়েকজন শিক্ষার্থীর নৌকা যোগে হরিসচন্দ্র পাড়া থেকে রুনাধন পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় দিকে যাচ্ছিলেন । এসময় পদ্মা ঝিড়ি এলাকায় পৌছালে নৌকাটি ডুবে যায়। তবে অনান্য শিক্ষার্থীরা সাতার কেটে প্রাণ রক্ষা করতে পারলেও দুই শিক্ষার্থীর পানিতে ডুবে যায়। নিখোঁজ শিক্ষার্থীরা রুনাদন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় ও ৪র্থ শ্রেনী অধ্যায়ণরত বলে জানা যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এখনো দুই শিক্ষার্থীর সন্ধান পাওয়া যায়নি।
তিন্দু ইউনিয়নের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা বলেন, হরিসচন্দ্র পাড়ার ৩য় ও ৪র্থ শ্রেনীতে পড়ুয়া দুই শিক্ষার্থী রুনাদন পাড়া যাওয়ার পথে নৌকা ডুবে নিখোঁজ হয়েছে। এখনো বিস্তারিত খবর পাওয়া যায়নি। আমরা খবর নিচ্ছি নিখোঁজ শিক্ষার্থীদের পরিচয় জানার জন্য।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, থানচিতে নৌকা ডুকে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর শুনেছি। খোঁজ নিয়ে বিস্তারিত জানা যাবে।
সম্পাদক: শৈমং মার্মা (শৈবং)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
ফোন:০১৬৭৭১৪২৯৪৫,০১৫৫৩১২২৩৮৮।
ইমেইল : rumabarta23@gmail.com
www.rumabarta.com