জেলা প্রতিনিধি।।বান্দরবান।।
বান্দরবান পৌরসভায় ১০ দিন মেয়াদী টিডিপি মৌলিক প্রশিক্ষণ ২য় ধাপ এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ (২৯মে) বৃহস্পতিবার বান্দরবান পৌরসভাস্থ বালাঘাটা বিলকিস বেগম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ১০ দিন ব্যাপী টিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বান্দরবান সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা লাকী বড়ুয়া-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বান্দরবান পার্বত্য জেলার জেলা কমান্ড্যান্ট জনাব মো: মোতালিব হোসেন, পিভিএম।
এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক কেশব কান্তি দাশ, মনিটরিং সদস্য মোহাম্মদ আবুল কাসেম, ৬নং ওয়ার্ড দলনেতা আনোয়ার হোসেন, দলনেত্রী আসমা আক্তার, ভিডিপি সদস্য জমির উদ্দিন।
১৮ মে ২০২৫ হতে ২৯ মে ২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত চলমান প্রশিক্ষণে বান্দরবান পৌরসভার ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলা প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেন।
প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদেরকে একজন স্বেচ্ছাসেবী সদস্য হিসেবে সামাজিক নিরাপত্তায় ভূমিকা পালন করার বিষয়ে উৎসাহ প্রদান করেন। এছাড়া বাল্যবিবাহ, গুজব, কিশোর গ্যাং, সামাজিক যোগাযোগ মাধ্যমর অপব্যবহার রোধ ইত্যাদি বিষয়ে প্রধান অতিথি অনুপ্রেরণাদায়ী বক্তব্য প্রদান করেন।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com