।।আকাশ মারমা মংসিং বান্দরবান।।
বান্দরবানে বাড়িতে ফেরার পথে ঝিড়িতে পড়ে ইন্দ্রলাল চাকমা ( ৬২) নামে জুম চাষি নিহত হয়েছে।
মঙ্গলবার (২০ আগষ্ট) সকালে সদর উপজেলার তালুকদার পাড়া এলাকায় তুংথং ঝিড়িতে এই ঘটনাটি ঘটে।
নিহত জুমচাষি সদর ইউনিয়নে পর্যটন চাকমা পাড়া গ্রামে লট্য চাকমা ছেলে। তিনি একজন জুম চাষি ছিলেন।
স্থানীয়রা জানান, গতকাল জুম চাষ কাজ শেষ করে নিজ বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে পা পিছলে তুং থং ঝিড়িতে পড়ে পানি স্রোতে জুম চাষি নিঁখোজ হয়ে যায়। পরে স্থানীয়রা খোজাখুজি করে ঝিড়িতে তার লাশ দেখতে পায়। পরে ঘটনাস্থলে এসে ঝিড়ি থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল রউফ বলেন, ঝিড়িতে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল অনেক দুর্গম হওয়ায় লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com