

স্টাফ রিপোর্টার:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান- ৩০০ আসনে ঘোষিত প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক সা চিং প্রু জেরীর মনোনয়ন বাতিল করে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজাকে মনোনয়ন দেওয়ার দাবিতে পদযাত্রা ও সমাবেশ করেছে জেলা বিএনপির একাংশ।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে বান্দরবান স্টেডিয়াম চত্বর থেকে এই পদযাত্রা বের হয়। উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে হাজারো নেতা-কর্মী পদযাত্রায় অংশ নেন। পদযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাব চত্বরে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বয়স ৭৫ বছর হওয়ায় সা চিং প্রু জেরী পাহাড়ি এলাকায় ধানের শীষের পক্ষে প্রচার-প্রচারণা চালাতে পারবেন না। পাহাড়ি গ্রাম-গঞ্জে গিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হলে তরুণ, কর্মক্ষম ও ত্যাগী নেতার প্রয়োজন রয়েছে বলে দাবি করেন তারা। বক্তারা ত্যাগী ও জনবান্ধব নেতা হিসেবে পরিচিত জাবেদ রেজাকে বান্দরবান-৩০০ আসনে বিএনপির প্রার্থী করার জোর দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন সাবেক পৌর কাউন্সিলর আইয়ুব খান, মারমা সম্প্রদায়ের নেত্রী সাই সাই নু মার্মা (তুতু), নারী নেত্রী পম্পি দাস, জিয়া মঞ্চের সভাপতি মুসা হাওলাদার, সাবেক পৌর বিএনপি নেতা রাজু কর্মকার, শফিকুর রহমানসহ অনেকে।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘোষিত তালিকায় বান্দরবান-৩০০ আসনে সা চিং প্রু জেরীর নাম অন্তর্ভুক্ত করা হয়।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com